গভীর রাতে যুক্তরাজ্যে বিলাশবহুল অডি আরএস৬ মডেলের গাড়ি চুরি করেছে একটি চক্র। চক্রটির সদস্যরা হাতে স্ক্র-ড্রাইভার নিয়ে মুখে মাস্ক, শরীরে পিপিইর মতো ড্রেস পরে এ চুরির ঘটনা ঘটায়। গত ৪ অক্টোবর ম্যানচেষ্টারের অল্টনে বাড়ির সবাই যখন গভীর ঘুমে ঠিক তখন রাত চারটার দিকে এ ঘটনা ঘটে। যদিও চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাড়িটি উদ্ধার করা হয়। খবর বার্মিংহাম মেইল'র।
এ ঘটনার সিসিটিভি ফুটেছ এসেছে পুলিশের কাছে। সেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি মুখসহ সারা শরীর ঢেকে বাড়ির ভেতরে প্রবেশ করে গাড়িটির চাবি খুঁজতে থাকে। পরে গাড়ির চাবি খুঁজে পেলে এই চক্রটি গাড়িটি নিয়ে চলে যায়। চুরি হওয়া ২০১৬ সালের অডি গাড়িটির মূল্য ৫০ হাজার পাউন্ড।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী জানান, তার দুই সন্তান। তিনি তার ১১ মাসের সন্তানের জন্য দুধ বানাতে দোতালা থেকে নিচতলায় নামেন। তখন তিনি দেখেন তার ঘরের দরজা খোলা। এরপর তিনি সিসি ক্যামেরা ঘেটে তিন-চারজন মানুষকে সাদা পোষাক ও মুখে মাস্ক পরা অবস্থায় ঘরের মধ্যে হাটাচলা করা অবস্থায় দেখতে পান। এই দলটি রাত চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করলেও তিনি কিছু টের পাননি বলে জানান। তবে সকাল ৬ টা ২০ মিনিটে এই ভুক্তভোগী নিচে নেমে সব দেখে পুলিশকে জানায়।
এ বিষয়ে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, অভিযোগের প্রেক্ষিতে একই দিন সকালে গাড়িটি ট্র্যাক করে মোসলেয়ের হ্যারিসন প্লেক-এ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল