শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির যুবরাজ আমিরের পক্ষে তাকে নিয়োগ দেন।
কুয়েত বার্তা সংস্থা’র (কুনা) বরাতে এই খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
খবরে বলা হয়েছে, কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ দেশটিতে একটি নতুন সরকার গঠনে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে আমিরের পক্ষে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ৮ নভেম্বর কুয়েত সরকার আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেয়। ১৪ নভেম্বর আমির এ পদত্যাগপত্র গ্রহণ করেন।
উল্লেখ্য, কুয়েতে বারবার মন্ত্রীপরিষদের রদবদলের অভিজ্ঞতা রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর