৬ ডিসেম্বর, ২০২১ ১১:৫২

আনুষ্ঠানিকভাবে চালু হলো চীন-লাওস ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক

আনুষ্ঠানিকভাবে চালু হলো চীন-লাওস ট্রেন চলাচল

অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো চীন-লাওস ট্রেন চলাচল। ট্রান্স-এশিয়ান রেলপথের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে এই রেলপথ চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ আসিয়ান দেশগুলোকে সংযুক্ত করবে। শুক্রবার (৩ ডিসেম্বর) বেইজিং সময় বিকেল ৪টা ৪৪ মিনিটে চীন ও লাওসের নেতারা ভিডিও কনভারান্সের মাধ্যমে চীন-লাওস দ্রুতগতির রেলপথ উদ্বোধন করেন। খবর সিজিটিএন'র।

 
এদিন লাওসের প্রেসিডেন্ট সিসোলিথের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও বৈঠক করেন। প্রেসিডেন্ট সি বলেন, লাওসের সঙ্গে স্থল যোগাযোগ স্থাপনের স্বপ্ন পূরণ হলো।
 
চীন-লাওস রেল প্রকল্প হলো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় লাওসের জনণগের জন্য চীনের একটি উপহার। এর আগে লাওসে মাত্র ৩.৫ কিলোমিটার রেলপথ থাইল্যান্ডের সঙ্গে যুক্ত ছিল। এই রেলপথ নির্মাণে অংশগ্রহণ করেছে স্থানীয় ৫ হাজার মানুষ। পাঁচ বছর কাজের পর ১ হাজার ৩৫ কিলোমিটার দীর্ঘ চীন-লাওস রেলপথ চালু হলো। লাওসের রাজধানী থেকে চীন-লাওসের সীমান্ত পর্যন্ত যেতে দুই দিনের দূরত্ব কমে হয়েছে ৩ ঘণ্টা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর