ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। এক যোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
এদিকে, পরিস্থিতি বিবেচনায় ইউক্রেনের রাজধানী কিয়েভে দূতাবাসের কার্যক্রম সামিয়কভাবে বন্ধ করে দিল জাপান। এই দূতাবাসের কার্যক্রম বুধবার থেকে দেশটির লেভিভ সাময়িক লিয়াজো অফিস থেকে চালানো হবে।
জাপান দূতাবাসের মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেছেন, ইউক্রেনে বসবাসকারী ১২০ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে জাপান। নিরাপত্তার স্বার্থেই তাদেরকে কিয়েভ থেকে সাময়িকভাবে লেভিভে সরিয়ে নেওয়া হচ্ছে।
জাপানের পোল্যান্ড দূতাবাসও ইউক্রেন সীমান্তবর্তী রেজেসজো এলাকায় একটি অস্থায়ী লিয়াজো অফিস খুলেছে। সেখান থেকে ইউক্রেনে অবস্থানরত জাপানিদের সরিয়ে নেওয়ার কাছে সহায়তা করা হবে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম