ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে দেশিটির সামরিক বাহিনী।
ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বের খবর নিশ্চিত করে বলেছে, রুশ প্যারাট্রুপাররা অবরুদ্ধ শহরটি দখলের প্রচেষ্টায় খারকিভে অবতরণ করেছিল।
ইউক্রেনের সামরিক বাহিনী মতে, খারকিভ এবং আশেপাশের অঞ্চলে যখন বিমান হামলার সাইরেন বাজতে শুরু করেছিল ঠিক তখনই হামলা শুরু হয়েছিল।
সাম্প্রতিক দিনগুলিতে দেখা গেছে ইউক্রেনের বেশিরভাগ সহিংসতার কেন্দ্রস্থল ছিল রুশ ভাষী খারকিভ।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কয়ারে এ হামলা হয়।
ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আঞ্চলিক প্রশাসনিক ভবনের সামনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। প্রচণ্ড বিস্ফোরণের কারণে আশপাশের বিভিন্ন ভবনের জানালা ও গাড়ি উড়ে গেছে।
সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন