ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
সংক্ষেপে জেনে নিন মঙ্গলবার রাতভর ইউক্রেন নিয়ে যা ঘটল
১. রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পতন হয়েছে রুশ সেনাদের হাতে। এটি একটি রুশ ভাষাভাষী শহর এবং এ ঘটনা যখন ঘটছিল তখন সেখানে ভোর ছয়টা বাজে।
২. কিয়েভের দিকে অগ্রসর হয়েছে রাশিয়ার সৈন্যরা।
৩. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের বেশিরভাগ সময় ইউক্রেন সংকট নিয়ে কথা বলেছেন।
৪. রাশিয়ার প্যারাট্রুপাররা খারকিভ শহরে অবতরণ করছে। শহরের উপর তাদের আক্রমণ আরও জোরালো করেছে। রাশিয়ার বোমা বর্ষণে খারকিভ শহরে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে।
৫. ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করেছে রাশিয়ার সৈন্যরা।
৬. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আমেরিকার আকাশ রাশিয়ার বিমানের জন্য নিষিদ্ধ।
৭. “পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারবে। কিন্তু তাদের হৃদয় অর্জন করতে পারবে না,” বলেছেন বাইডেন।
৮. জাতিসংঘ বলছে, এখনও পর্যন্ত ছয় লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে।
৯. মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং এবং তেল কোম্পানি এক্সনমবিল রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেছে।
১০. বেলারুশ তাদের সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। বেলারুশ সরকার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বেশ ঘনিষ্ঠ। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম