ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১২ জন।
বুধবার এ তথ্য দিয়েছেন খারকিভের মেয়র। তিনি জানান, রাশিয়ার হামলা প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে ইউক্রেনের সেনারা। তার দাবি, ‘রুশ সেনাদের খারকিভে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সপ্তম দিন চলছে। এখন এই হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডি প্রতিদিন/নাজমুল