ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। একযোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
এদিকে, যুদ্ধের সপ্তমদিন বুধবার খারকিভে ব্যাপক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। এরই মধ্যে সেখানকার একটি পুলিশ ভবন ও বিশ্ববিদ্যালয়ে মিসাইল হামলার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট) এই হামলা হয়েছে বলে ইউক্রেনের স্টেট সার্ভিস ফর ইমার্জেন্সিস।
তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর দেওয়া হয়নি। সূত্র: দ্য গার্ডিয়ান
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম