যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে রাশিয়াকে নানা হুমকি দিয়েছেন। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সৈন্য মোতায়েন করবে না। কংগ্রেসে প্রদত্ত ভাষণে বাইডেন এ কথা বলেন। জো বাইডেন বলেছেন, ‘আমি এই কথা পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের সৈন্যরা ইউক্রেনে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে জড়াবে না।’ খবর সিএনএনের।
বাইডেন বলেছেন, ‘ইউরোপে আমেরিকার বাহিনী রাখা হয়েছে ইউক্রেনে গিয়ে লড়াই করার জন্য নয়। কিন্তু পুতিন যদি পশ্চিম দিকে অভিযান অব্যাহত রাখেন তাহলে মার্কিন সৈন্য পোল্যান্ড, রোমানিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ইস্তোনিয়াসহ আমাদের ন্যাটো জোটের মিত্রদের সুরক্ষা দেবে।’
বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো সর্বস্ব শক্তি দিয়ে ন্যাটোভুক্ত দেশের প্রতি ইঞ্চি ভূমির সুরক্ষায় লড়বে।’
ইউক্রেনে সৈন্য না পাঠালেও দেশটির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের পক্ষ থেকে ১০০ কোটি ডলারের অধিক সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার কথা বলেছেন বাইডেন।
বিডি প্রতিদিন/ফারজানা