ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। বুধবার দেশটির অর্থমন্ত্রী রবার্ট হাবেক একথা জানিয়েছেন।
এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। চলতি শীতকাল থেকে গ্রীষ্মকালের মধ্যেই এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত জানানো হবে।’
তিনি আরও বলেন, পরবর্তী শীতকালেই আমরা আরও ব্যবস্থা নেবো। যাতে খারাপ কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যবস্থা করতে রাশিয়ার বিকল্পও খোঁজাও হচ্ছে।
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে। এখন পর্যন্ত ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে ১১০ ডলার। গ্যাসের দামও বিশ্ব বাজারে তরতর করে বাড়ছে। জার্মানিতেই এ পর্যন্ত কয়েকটি পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল