ইউক্রেনকে বিশ্ব থেকে মুছে ফেলার লক্ষ্য নিয়েই আগাচ্ছে রাশিয়া, এমন দাবিই করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তারা আমাদের কিয়েভ সম্পর্কে জানে না। আমাদের ইতিহাস সম্পর্কেও তাদের ধারনা নেই। কিন্তু তারা আমাদের সব ইতিহাস মুছে দেয়ার আদেশ দিয়েছে। তারা আমার দেশকে নিশ্চিহ্ন করে ফেলতে চায়। আমাদের সবাইকেই তারা নিশ্চিহ্ন করে ফেলতে চাইছে।’
ইউক্রেনের সেনা অভিযানের ছয় দিনে ছয় হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন জেলেনস্কি। তনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করতে পারবে না।
যদিও ইউক্রেন অভিযানে এ পর্যন্ত কতো সেনা নিহত হয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন; সে বিষয়ে রাশিয়া আনুষ্ঠানিক বক্তব্য এখনও দেয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল