ইউক্রেনে সেনা অভিযানে রাশিয়াকে সহায়তা করার অভিযোগে বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।
ইইউর ফ্রান্স প্রেসিডেন্সি এক টুইটে জানিয়েছে, বেলারুশের নেতাদের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। এছাড়াও কিছু অর্থনৈতিক খাত এবং কাঠ, স্টিল ও পটাশিয়াম সেক্টরও থাকছে এই নিষেধাজ্ঞায়।
সংকট সমাধানে বেলারুশের সীমান্তবর্তী এলাকায় বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। ইউক্রেনের অভিযোগ বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া হামলা চালাচ্ছে। যদিও বেলারুশ বারবার বলে আসছে ইউক্রেনে সেনা অভিযানে রাশিয়ার সাথে তারা যোগ দেবে না।
বিডি প্রতিদিন/নাজমুল