ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের সপ্তম দিন চলছে। এরই মধ্যে খেরসন, খারকিভসহ বেশ কয়েকটি এলাকা রুশ সেনাদের দখলে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতি প্রাণ বাঁচাতে প্রতিদিন প্রতিবেশী দেশগুলোতে ছুটছে হাজার হাজার মানুষ। জাতিসংঘের হিসেব বলছে, এ পর্যন্ত আট লাখ ৩৬ হাজারের বেশি মানুষ প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এর মধ্যে সাড়ে চার লাখ ইউক্রেনের বাসিন্দা আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। রুশ আগ্রাসন অব্যাহত থাকায় প্রতিদিন ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা বাড়ছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল