রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বর্তমানে রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস ও কয়লা, তেলের এক তৃতীয়াংশ আমদানি করে থাকে ইইউ- এর দেশগুলো।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্রান্সে একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
সেখানে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘ইউরোপীয় ইতিহাসের বিশাল পালাবদল’ বলে বর্ণনা করা হয়েছে।
সেখানে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি জ্বালানির জন্য রাশিয়ার বদলে অন্য বিকল্প খোঁজার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।
রাশিয়া থেকে বর্তমানে আট শতাংশ তেল আমদানিকারক যুক্তরাষ্ট্র এরই মধ্যে সৌদি আরব, ভেনেজুয়েলা এবং ইরানের মতো দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম