ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। বিগত ১২ দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
রাশিয়ার দাবি, ইউক্রেনের তাদের সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন।
তবে রাশিয়ার এই সামরিক অভিযানকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র, বিট্রেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ছাড়াও বিশ্বের অনেক দেশ। তারা ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়ে রাশিয়ার ওপর আরোপ করেছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা।
এর ফলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে পড়া দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাশিয়া। দেশটির ওপর বর্তমানে পাঁচ হাজার ৫৩২টি নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে দেশটি এতদিনের শীর্ষ নিষেধাজ্ঞার দেশ ইরানকে ছাড়িয়ে গেছে। ইরানের ওপর বর্তমানে রয়েছে তিন হাজার ৬১৬টি নিষেধাজ্ঞা।
এদিকে, রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে শুধু ইউক্রেনের অভিযান শুরুর পরই আরোপ করা হয়েছে দুই হাজার ৭৭৮টি। এর আগে থেকে ছিল দুই হাজার ৭৫৪টি। সব মিলিয়ে বর্তমানে রাশিয়ার বহাল ওপর রয়েছে পাঁচ হাজার ৫৩২টি নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা তদারকির ওয়েবসাইট ‘কাস্টেলাম’ এসব তথ্য তুলে ধরেছে। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কালাম