রুশ সেনা অভিযানের পর থেকে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছে ২০ লাখের বেশি মানুষ। মঙ্গলবার এ তথ্য দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।
তিনি আরও জানান এই আগ্রাসন চলতে থাকলে, ইউক্রেনের অনেকেই প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেবেন। গ্রান্ডি বলেছেন, ইউক্রেন থেকে নানা দেশে যে শরণার্থীর ঢল নামছে দ্বিতীয় দফায় তা আরও ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ হতে পারে।
তার মতে, ‘এমন যুদ্ধ চলতে থাকলে আমরা আরও বাস্তুহারা মানুষ জনকে দেখতে পাবো।’
তিনি সতর্ক করে আরও বলেন, ‘এই শরণার্থীর ঢল ইউরোপের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। তাই সবার আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল