কিয়েভসহ ইউক্রেনের মোট পাঁচটি শহরে ‘মানবিক করিডোর’ চালু করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এমন খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ জানিয়েছেন, কিয়েভ ছাড়াও চেরনিহিভ, সুমি, খারকিভ ও মারিওপোলে সাধারণ নাগরিকদের উদ্ধারের জন্য মানবিক করিডোর খোলা হয়েছে।
এই করিডোরের জন্য আগেই রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেছিলো।
তবে সোমবার রাশিয়া ও বেলারুশ হয়ে যে উদ্ধার রুটের প্রস্তাব দিয়েছিলো রাশিয়া। তা প্রত্যাখান করেছিলো ইউক্রেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল