ইউক্রেনের ইরপিন শহরের মেয়রকে রুশ সেনারা শহরটি তাদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে শহরেরর মেয়র ওলেকজান্ডার মার্কুসিন রুশ বাহিনীর প্রস্তাব প্রত্যাখান করে পাল্টা তাদের হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় মেয়র মার্কুসিন বলেন, তিনি প্রাণ ও স্বাস্থ্যহানির হুমকি পেয়েছেন এবং ইরপিন শহর তাদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব পেয়েছেন।
এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে ইরপিন শহরের বলেন, এসব দানবরা এখনো বুঝতে পারেনি; ইরপিন তাদের হাতে তুলে দেওয়া হবে না। ইরপিনকে খরিদ করা যাবে না, ইরপিন লড়াই করবে।
পাল্টা রুশ বাহিনীকে শহর ছাড়ার হুঁশিয়ারি দেন ইরপিনের এই মেয়র। রুশ বাহিনীকে দখলদার উল্লেখ করে তাদের জীবন এবং স্বাস্থ্য ঠিক রাখার ইচ্ছা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে শহর ছাড়ার হুঁশিয়ারি দেন তিনি। মেয়র বলেন, রুশ সেনাদের মা, বোন, কন্যা দাদি এবং সঙ্গীরা বাড়িতে তাদের জন্য অপেক্ষা করছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে কিয়েভে অঞ্চলে সংঘাত বন্ধ হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কবিরুল