রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণের পর দেশটির ২০ লাখের বেশি নাগরিক পালিয়ে গেছেন। জাতিসংঘ এই তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধের শিকার হয়ে ইউক্রেনের শরণার্থীরা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে পোলান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলদোভা। এছাড়া ইউক্রেনের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক রাশিয়া এবং বেলারুশ পালিয়ে গেছেন।
জাতিসংঘের তথ্যানুসারে, ইউক্রেনের নাগরিকরা যেসব দেশে আশ্রয় নিয়েছেন—
পোলান্ডে ১২ লাখ ৪ হাজার
হাঙ্গেরিতে ১ লাখ ৯১ হাজার
স্লোভাকিয়া ১ লাখ ৪১ হাজার
মলদোভা ৮৩ হাজার
রোমানিয়া ৮২ হাজার,
রাশিয়া ৯৯ হাজার ৩শ
বেলারুশ ৪৫৩ জন
জাতিসংঘের তথ্যানুসারে, ইউক্রেনের ১ লাখ ৮৩ হাজারের বেশি নাগরিক ওপরের দেশগুলো থেকে ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন।
বিডি প্রতিদিন/কবিরুল