ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো নিয়ে পোলান্ডকে সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, এটা করলে পোলান্ডের ওপর সরাসরি হুমকি আসতে পারে। খবর রয়টার্সের
বেন ওয়ালেস বলেন, পোলান্ডকে আমরা সর্ব অবস্থায় সমর্থন করি; সেটা তাদের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে। তবে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠালে পোলান্ডকে সরাসরি পরিণতি ভোগ করতে হতে পারে। এ সময় তিনি স্পষ্ট করেন, যুক্তরাজ্য ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না।
স্কাই নিউজে এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা পোলান্ডকে রক্ষা করব, যা প্রয়োজন তার সবকিছু দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব।
যুক্তরজ্যের এই মন্ত্রী আরও বলেন, পোলান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু ভালো নয়, এটা ইউক্রেনকে সরাসরি সহায়তা করবে। তবে এটা করলে পোলান্ড সরাসরি বেলারুশ কিংবা রাশিয়ার ক্রোধে পড়তে পারে।
প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাদের যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে একই অনুরোধ জানান তিনি।
এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সোভিয়েত আমলের জঙ্গিবিমান সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে ওয়াশিংটন। বিনিময়ে সীমান্তবর্তী দেশ ইউক্রেনকে সোভিয়েত আমলের যুদ্ধবিমান সরবরাহ করবে পোল্যান্ড। ইউক্রেনের বৈমানিকেরা রাশিয়ায় নির্মিত বিমান চালনায় পারদর্শী হওয়ায় তাদের এসব যুদ্ধবিমান প্রয়োজন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ কবিরুল