ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসেবে রাশিয়া থেকে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এ ঘোষণা দেন বলে মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ তেল আমদানি নিষিদ্ধের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের বাদ দিয়ে এককভাবেই নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতা অনেক বেশি।
রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তেল রপ্তানি নিষিদ্ধ হলে তারা পশ্চিমা বিশ্বে গ্যাস রপ্তানি বন্ধ করে দেবে। মস্কো ভালোভাবেই জানে, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপ রুশ অর্থনীতির জন্য ভয়াবহ হতে পারে।
জো বাইডেন বলেন, এই উদ্যোগের মানে হলো-মার্কিন জনগণ আরেকটি বড় ধরেনর ধাক্কার মুখোমুখি হবেন। কিন্তু, আমরা পুতিনের যুদ্ধে ভর্তুকি দেওয়ার অংশ হব না।
সূত্র: সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন