ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া।
ইউক্রেনে রুশ অভিযানে প্রায় ৪০০০ রুশ সৈন্য মারা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান স্কট বেরিয়ার।
মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে এ মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান।
এ সময় তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযানে নিহত রুশ সৈন্যের সংখ্যা দুই থেকে চার হাজারের মধ্যে। তবে গোয়েন্দা তথ্য এবং ‘ওপেন সোর্স’ রিপোর্টিং এর ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করেন বলে জানান তিনি। এ সংথ্যার ওপর “খুব বেশি আস্থাশীল না হলেও’ “রুশদের পরিকল্পনা ভালো ছিল না’ বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন