গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এদিকে, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পেতে আরও অপেক্ষা করতে হবে ইউক্রেনকে। ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ত বিউনে বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনে রুশ অভিযানের ফলে সৃষ্ট সংকটসমূহ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ফ্রান্সে বৈঠক করেছেন ইইউ সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্লেমেন্ত বিউনে বলেন, ‘এখনই ইইউয়ের সদস্য হচ্ছে না ইউক্রেন। সদস্যপদ পেতে আরও সময় লাগবে। আজকের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
উল্লেখ্য, রুশ অভিযান শুরুর চতুর্থ দিন, ২৮ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করে ইউক্রেন। আবেদন করার পর ইইউ নেতাদের প্রতি দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি আহ্বান জানিয়েছিলেন, চলমান রুশ আগ্রাসনের জেরে ইইউ যেন বিশেষ উদ্যোগে তাৎক্ষণিকভাবে ইউক্রেনকে সদস্যপদ দেয়। ইইউয়ের কয়েকটি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা জেলেনস্কির আহ্বানের প্রতি সমর্থনও জানিয়েছিলেন।
কিন্তু বৃহস্পতিবারের বৈঠকে জেলেনস্কির আহ্বান কার্যত খারিজ করল ইইউ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ