পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনের লাখো শরণার্থী আশ্রয় নিয়েছে, ইউরোপের দেশগুলোও ইউক্রেনীয়দের আশ্রয় দেওয়ার সর্বাত্মক প্রতিশ্রুতি দিয়েছে। কেবল পোল্যান্ডেই সাময়িক আশ্রয় নিয়ে ইউক্রেনের বসবাসকারী প্রায় ২০ লাখ মানুষ। মলদোভার মতো ভঙ্গুর অর্থনীতির দেশও প্রায় তিন লাখ ইউক্রেনের বাসিন্দাকে আশ্রয় দিয়েছে। তবে ব্যতিক্রম যুক্তরাজ্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিছুদিন আগেই বলেছেন, ইউক্রেনের শরণার্থী ইস্যুতে নিজেদের বড় কথা রাখতে ব্যর্থ ব্রিটিশরা।
সংবাদমাধ্যম বিবিসির খবরও বলছে, পারিবারিক ভিসা প্রকল্পের আওতায় এ পর্যন্ত মাত্র ২৭ হাজার ইউক্রেনীয়কে ভিসা দিয়েছে যুক্তরাজ্য।
দেশের অভ্যন্তরেও ভিসা নীতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে বরিস জনসনের প্রশাসন। বিরোধী দলগুলো ভিসা দেওয়ার ধীরগতির জন্য সরকারের আচরণকে দায়ী করছে। আর ইউরোপীয় দেশগুলো ভিসা নীতি সহজ না করার বরিস জনসন প্রশাসনের সমালোচনা করছে। যদিও বরিসের প্রশাসনের দাবি, কারা ব্রিটিশ ভূখণ্ডে ঢুকছে, সেটা নিশ্চিত হওয়ার জন্যই এই পথে হাঁটার বিকল্প নেই।