যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন, রাশিয়া ইউক্রেনে অনেকগুলো ভুল পদক্ষেপ নিয়েছে। শুক্রবার সিএনএনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
সিএনএনের ডন লিমনের সঙ্গে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে লয়েড অস্টিন বলেন, রাশিয়া যেভাবে চেয়েছিল ইউক্রেনে সেভাবে অগ্রসর হতে পারেনি।
ইউক্রেনে রুশ সেনাবাহিনী লজিস্টিক দুর্বলতায় ভুগছে মন্তব্য করে তিনি বলেন, আমি তাদেরকে (রুশ সেনাবাহিনী) কৌশলগত বুদ্ধিমত্তা প্রয়োগ করতে দেখিনি। এছাড়া স্থলবাহিনীর সঙ্গে তারা বিমান বাহিনীর সমন্বয় করতে পারেনি।
লয়েড অস্টিন বলেন, অনেক বিষয় যা আমরা তাদের কাছে প্রত্যাশা করছিলাম সেগুলো দেখিনি। যে আত্মঅহংকার বা ধারণা নিয়ে তারা যুদ্ধে নেমেছিল তার অনেকগুলো সত্য হয়নি।
সিএনএনের খবরে বলা হয়েছে, প্রায় এক মাস আগে (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। দেশটির মারিউপোল, খারকিভ শহর রুশ বাহিনীর বোমায় ধ্বংসত্সূপে পরিণত হয়েছে। তবে ইউক্রেনের বিশাল অংশ দখল থেকে দেশটির সেনাবাহিনী রুশ বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।
পেন্টাগনের প্রধান বলেন, রাশিয়া ধারণা করেছিল দ্রুত তারা কিয়েভ দখল করে নিবে। কিন্তু তারা সেটা করতে পারছে না। ইউক্রেনীয় সেনাদের তীব্র প্রতিরোধের মুখে রুশ সেনাদের মনোবল কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল