রাশিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী দেশটির মর্যাদাপূর্ণ উদ্ভাবন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্কলকোভো’ থেকে পদত্যাগ করেছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আরকাজি দিভোরকভিচ ইউক্রেনে হামলা নিয়ে ক্রেমলিনের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, জীবনে একজন মানুষ সর্বোচ্চ যে খারাপ জিনিসের মুখোমুখি হতে পারে তা হলো ‘যুদ্ধ’।
এই ঘটনার পর রাশিয়ার একজন আইনপ্রণেতা তাকে ‘জাতীয় বিশ্বাসঘাতক’ সম্বোধন করেন এবং তার পদত্যাগ দাবি করেন। এরপর তার পদত্যাগের ঘটনা ঘটল।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আরকাজি দিভোরকভিচ উদ্ভাবন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্কলকোভো’ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ২০১২ সাল থেকে ২০১৮ সাল মেয়াদে তিনি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই রাশিয়ার সর্বোচ্চ জ্যেষ্ঠ কর্মকর্তা যিনি ইউক্রেনে অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল