সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে, সামরিক অভিযানের ২৪তম দিনে এসে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে- তারা রাশিয়ার বিমান বাহিনীর ১২টি লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। খবর বিবিসির।
ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়ের একজন উপদেষ্টার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী রাশিয়ার চর্নোবাইভকা বিমানঘাঁটিতে ষষ্ঠবারের মতো আঘাত হেনেছে, যেখানে রাশিয়া নৌবহরের একটি অংশ জমা করেছিল।
তবে বিবিসি ইউক্রেনীয় বাহিনীর এই খবর নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম