রাশিয়ার সামরিক বাহিনীর একজন লেফট্যানেন্ট জেনারেল নিহতের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের চেরনোবায়েভকা শহরে দেশটির সামরিক বাহিনী কামানের হামলায় ওই রুশ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়েছে।
শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস এক ফেসবুক পোস্টে এই দাবি করে। খবর বিবিসির।
ওই পোস্টে দাবি করা হয়, রাশিয়ান সশস্ত্র বাহিনীর দক্ষিণ সামরিক জেলার অষ্টম সম্মিলিত বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ নিহত হয়েছেন।
তবে বিবিসি নিরপেক্ষভাবে এই সংবাদের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম