ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাজ্য দেশটিতে সামরিক সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার আসল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের মাত্রা এবং প্রচণ্ডতা দেখে রুশ সেনাবাহিনী বিস্মিত হয়েছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সর্বশেষ গোয়েন্দা তথ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে—রাশিয়া ইউক্রেনে অভিযানের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন তারা ইউক্রেনকে চেপে ধরার কৌশল নিয়েছে। আর এতে ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল