আবারও ইউক্রেনের আকাশ সীমা নিজেদের দখলে নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া। এমন দাবিই করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সবশেষ গোয়েন্দা তথ্যের বরাতে মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়া আবারও ইউক্রেনের আকাশ সীমা দখলে নিতে ব্যর্থ, তাই তারা আকাশ থেকে বড় আকারে হামলা চালাতে পারছে না।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘শুরুর দিন থেকেই আকাশ সীমা দখলে নেওয়াই রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল। তবে তারা তাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, আর সেকারণে তাদের অভিযানের অগ্রগতিও ধীর গতিতে চলছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল