মানুষের মতো প্রাণীদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়ার ঘটনা আজকাল আর বিরল নয়। আর অনেক আগে থেকেই তো ক্যাটওয়াকে আক্ষরিকভাবেই ক্যাট মানে বিড়ালদের হাঁটতে দেখা যায়। তেমনিভাবে ইউক্রেনের বিড়াল স্টেপানেরও ইনস্টাগ্রামে আছে ১১ লাখ ফলোয়ার।
যুদ্ধ বিপর্যস্ত ইউক্রেনে আটকা পড়া জনপ্রিয় বিড়ালটি অবশেষে নিরাপদে ফ্রান্সে পৌঁছেছে। এমন খবরে স্বস্তির নিশ্বাস ফেলছে তার ফ্যান-ফলোয়াররা। খারকিভ শহরে থাকা বিড়ালটির বয়স ১৩ বছর। মায়াবী ছবি আর পোজের কারণে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়ে ওঠে স্টেপান।
ইনস্টাগ্রামের ‘লাভইউস্টেপান’ নামের পেজে থেকেই তার সবশেষ অবস্থা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, খারকিভে স্টেপান বিদ্যুৎ ছাড়া এক সপ্তাহের বেশি সময় পার করেছে। রুশ হামলার সময় ভবনের বেসমেন্টে দুই রাত কাটিয়েছে স্টেপান।’
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান মিকোলা ঝিরনভ জানিয়েছেন, ‘ রাশিয়ার সেনা অভিযোনের পর থেকে এ পর্যন্ত ১৪টি গ্রুপে থাকা ১২৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে।’
ঝিরনভের দাবি, চেকপয়েন্ট আর রাস্তায় রাস্তায় তল্লাশি এই নাশকতাকারীদের ধরতে ব্যাপক সহায়তা করেছে।
সূত্র: ডেইলি মেইল, ওয়াশিংটন পোস্ট
বিডি প্রতিদিন/নাজমুল