ইউক্রেনের সুমি শহরের একটি এতিমখানা থেকে ৭১ শিশুকে উদ্ধার করার কথা জানিয়েছেন আঞ্চলিক গর্ভনর দিমিত্রি ঝিভিতস্কি।
তিনি জানান, দুই সপ্তাহ ধরে রাশিয়ার গোলাবর্ষণ থেকে বাঁচতে ওই শিশুরা এতিমখানার বেসমেন্টে আশ্রয় নিয়েছিলো। উদ্ধার করা শিশুদের মধ্যেই অনেকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আর সবার বয়সই চার বছরের নীচে।
মানবিক করিডোর ব্যবহার করে এই শিশুদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। মেয়র বলেন, ‘প্রায় দুই সপ্তাহ ধরে বোমা হামলা থেকে বাঁচাতে এই শিশুদের আমরা লুকিয়ে রেখেছি। এই শিশুদের বাবা-মা নেই। তাদের অধিকাংশেরই সবসময় চিকিৎসার দরকার হয়।’
এদিকে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪ দিনে রাশিয়ার ৫২৬ সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
তিনি বলেন, ‘বন্দি সব রাশিয়ার সেনার সাথে আন্তর্জাতিক মানবাধিকার মেনেই আচরণ করা হচ্ছে।’
এদিকে রাশিয়ার হাজার হাজার সেনা নিহত হয়েছে এমন দাবি করে আসছে ইউক্রেন। খোদ দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিও একই রকম দাবি করেছেন কয়েকবার। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া চার মেজর জেনারেলকে হারিয়েছে এই অভিযানে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল