আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, ‘খেরসনে শত্রুর একটি হেলিকপ্টার পুড়িয়ে দেওয়া হয়েছে।’
এরপরই ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, ‘রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মোরদভিচ রাশিয়ার অষ্টম গার্ডের কমান্ডার, তিনি নিহত হয়েছেন।’
এখন পর্যন্ত ৫ রুশ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন। যদিও মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছেন, তারা বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪ দিনে রাশিয়ার ৫২৬ সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
তিনি বলেন, ‘বন্দি সব রাশিয়ার সেনার সাথে আন্তর্জাতিক মানবাধিকার মেনেই আচরণ করা হচ্ছে।’
এদিকে রাশিয়ার হাজার হাজার সেনা নিহত হয়েছে এমন দাবি করে আসছে ইউক্রেন। খোদ দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিও একই রকম দাবি করেছেন কয়েকবার। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া চার মেজর জেনারেলকে হারিয়েছে এই অভিযানে।
শনিবার রাতের ভাষণেও জেলেনস্কি জানালেন, ব্যাপক ক্ষতির মুখে পড়া রুশ সেনারা তাদের নিহত সহকর্মীদের মরদেহও উদ্ধার করতে পারছে না।
জেলেনস্কি বলেন, ‘বিশেষ করে যেসব এলাকায় যুদ্ধ চলছে, সেখানে আমাদের প্রতিরক্ষার আওতায় থাকা রুশ সেনাদের মরদেহও তাদের সহকর্মীরা সংগ্রহ করতে পারছে না।’
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল