ইউক্রেনে রুশ হামলা ২৫তম দিনে গড়িয়েছে। হামলায় রুশ বাহিনী আবাসিক ভবনসহ বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ।
রবিবার ইউক্রেনের মারিউপোল শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর ওই স্কুলে ৪০০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন।
টেলিগ্রামে দেওয়া আপডেটে মারিউপোল শহর কাউন্সিল জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে। ৪০০ জন সাধারণ মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
কর্মকর্তারা বলছেন, রুশ সেনাদের হামলায় স্কুল ভবন বিধ্বস্ত হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষজন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। রাশিয়ার ব্যাপক হামলার মুখে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলার পর তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া মারিউপোলের সঙ্গে যোগাযোগ এখন খুবই কঠিন হওয়ায় স্কুলে রাশিয়ার হামলা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল