ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ যদি আগে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হত, তাহলে রাশিয়া আক্রমণ করত না।
রবিবার সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, আমরা যদি ন্যাটো সদস্য হতাম, তাহলে যুদ্ধ শুরু হতো না। আমি আমার দেশের জন্য, আমার জনগণের জন্য নিরাপত্তার নিশ্চয়তা চাই।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, যদি ন্যাটো সদস্যরা আমাদের জোটে দেখতে প্রস্তুত থাকে, তাহলে অবিলম্বে সদস্য করুন। কারণ, প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে।
জেলেনস্কি বলেন, কিন্তু আপনারা যদি আমাদের জনগণের জীবন রক্ষা করতে প্রস্তুত না থাকেন, যদি কেবল দুটি বিশ্বের মাঝখানে দেখতে চান; আমরা বুঝতে পারি না আমাদের ন্যাটোতে নেওয়া হবে কিনা এমন অবস্থানে রাখেন। এ সময় তিনি বলেন, আপনারা আমাদের এমন অনিশ্চিত অবস্থানে রাখতে পারেন না, নরকের দ্বারপ্রান্তে থাকতে বাধ্য করতে পারেন না।
ব্যক্তিগতভাবে তাদের অনুরোধ করেছেন উল্লেখ করে জেলেনস্কি বলেন, আপনারা সরাসরি বলুন, আমরা এক, দুই বা পাঁচ বছরের মধ্যে ন্যাটোতে গ্রহণ করতে যাচ্ছি, অথবা না বলুন। জেলেনস্কি জানান, তাকে বলা হয়েছে, ইউক্রেন ন্যাটো সদস্য হতে পারবে না। যদিও প্রকাশ্যে বলা হচ্ছে, ইউক্রেনের জন্য ন্যাটোর দুয়ার খোলা।
বিডিপ্রতিদিন/কবিরুল