ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে অন্তত ৯০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৪৫৯ জন।
রবিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের এই সংস্থা আরও জানিয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক ব্যবহারের কারণে, যার মধ্যে ভারি কামান, রকেট ব্যবস্থা থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।
বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি ৯০২ জনের মৃত্যুর বিস্তারিত বিবরণ দিয়েছে। নিহতদের মধ্যে ১৭৯ জন পুরুষ, ১৩৪ জন নারী, ১১ জন মেয়ে, ২৫ জন ছেলে, ৩৯ শিশু এবং ৫১৪ জন বৃদ্ধ যাদের লিঙ্গ জানা যায়নি।
জাতিসংঘের এই দপ্তরের মতে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি কারণ, অনেক অঞ্চলে তীব্র লড়াই চলছে যার ফলে তথ্য সংগ্রহ করা যাচ্ছে না।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল