মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি শীর্ষ সম্মেলনে ইউরোপ সফরে যাচ্ছেন। তবে তিনি যুদ্ধরত ইউক্রেনে যাবেন না।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক টুইট বার্তায় বলেছেন, বাইডেনের ইউরোপ সফর ইউক্রেনের জনগণের সমর্থনে এবং ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট পুতিনের আক্রমণের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্য। তবে তার (বাইডেনের) ইউক্রেন সফরের কোন পরিকল্পনা নেই।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডও একই রকম তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমি যতদূর জানি, এটি আলোচনার টেবিলে নেই। অর্থাৎ প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনে যাবেন না।
ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্র পোরোশেঙ্কো শনিবার সিএনএন-এর জিম অ্যাকোস্টাকে বলেন, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সফর করলে সেটি হবে ‘আমাদের সংহতির প্রতীক।
জো বাইডেন তার খুব ভাল বন্ধু এবং ইউক্রেনেরও খুব ভাল বন্ধু উল্লেখ করে ইউক্রেনের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে পুরো বিশ্ব আমাদের সঙ্গে এক্যবদ্ধ সেটা দেখাতে বাইডেনের ইউক্রেন সফর খুবই উপযুক্ত পদক্ষেপ।
বিডিপ্রতিদিন/কবিরুল