ইউক্রেনের মারিউপোলে রুশ বাহিনীর বোমাবর্ষণের ঘটনা নিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করায় রাশিয়ার এক শিক্ষককে জেল দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে পাঁচ থেকে ১০ বছরের জেল অথবা তিন থেকে পাঁচ মিলিয়ন রুবল জরিমানা করা হচ্ছে।
জানা গেছে, তার নাম ইরিনা জেন। তিনি একজন নারী শিক্ষক। শ্রেণিকক্ষের ওই আলোচনা শিক্ষার্থীরা অনলাইনে পোস্ট করলে বিষয়টি রুশ গোয়েন্দাদের নজরে আসে। এরপর ইরিনাকে জিজ্ঞাসাবাদ করেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসএস) এর কর্মকর্তারা। তার বিরুদ্ধে রুশ সামরিক বাহিনী সম্পর্কে ‘ভুয়া তথ্য বা সংবাদ’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
রেডিও লিবার্টির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
রেডিও লিবার্টিকে ইরিনা বলেন, “আমি উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য বা সংবাদ ছড়ানোর কথা স্বীকার করছি। কিন্তু আমি শতভাগ নিশ্চিত যে এসব সত্য।”
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ‘ভুয়া খবর’ প্রতিরোধে একটি কঠোর আইন প্রণয়ন করেছে রাশিয়ার পার্লামেন্ট। এই আইনের আওতায় যারা ‘জ্ঞাতসারে’ বিদেশে পরিচালিত রাশিয়ান রাষ্ট্রীয় সংস্থাগুলো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেবে তাদের জরিমানা ও ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। সূত্র: আল-জাজিরা, এসভোবোডা
বিডি প্রতিদিন/কালাম