গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্যে অস্ত্র সহায়তা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটিতে প্রাণঘাতী অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। খবর সিএনএনের।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেন বলেন, ইতোমধ্যে পাঁচটি সি-১৭ বিমানে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো হয়েছে। এই অস্ত্রের মধ্যে প্রাণঘাতী এবং অ-প্রাণঘাতী অস্ত্র রয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কির আবেদনের পরিপ্রেক্ষিতে সাজোয়াঁ যান বুশ মাস্টার পাঠানোর প্রস্তুতি রয়েছে। এগুলো দ্রুত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার জাতিসংঘে আবেগমথিত বক্তব্য দেওয়ার পর ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সিএনএনের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় পাঠানো নতুন অস্ত্রের মধ্যে থাকবে মনুষ্যবিহীন আকাশ এবং স্থল সিস্টেম, রেসন এবং মেডিকেল সামগ্রী।
ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর থেকে অস্ট্রেলিয়া কিয়েভে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র সহায়তা দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল