পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দেওয়া ডেপুটি স্পিকার কাসিম খান সুরির রুলিংয়ে ‘ভুল’ দেখছেন পাকিস্তানের প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওমর আতা বানডিল এই মন্তব্য করেন।
পর্যবেক্ষণে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, পরবর্তীতে কী ঘটে সেটিই এখন প্রশ্ন।কিভাবে রুল দেওয়া যায় পাকিস্তানের বিরোধী দল পিএমএল-এন কাউন্সিল (আইনজীবী) এবং পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আদালতকে পথ দেখাবেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে। আদালত আজ রায় দিবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট।
পুরো প্রক্রিয়াটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন বিরোধীরা। সুপ্রিম কোর্ট অনাস্থা প্রস্তাব খারিজের দিনই স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি গ্রহণ করেন। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল