অনাপত্তি সনদ ছাড়া পাকিস্তান ছাড়তে পারবে না দেশটির সরকারি কর্মকর্তারা। আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) অভিবাসন কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এফআইএ'র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তি সনদ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা দেশ ছাড়তে পারবেন না।
শনিবার রাতে জাতীয় সংসদের স্পিকার পদ থেকে আসাদ কায়সারের পদত্যাগ এবং ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরুর পর এমন নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। এরইমধ্যে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান।
পাকিস্তানের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এফআইএ-র অভিবাসন কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এনওসি ছাড়া যেসব সরকারি কর্মকর্তা দেশ ছাড়তে চাইবেন তাদের বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা