অনাস্থা ভোটে ইমরান খানের পরাজয়ের রাতে অনেক পিটিআই নেতাই সংসদ ছেড়ে বেরিয়ে গেছেন। তবে নিঃসঙ্গ কণ্ঠস্বর হয়ে সংসদে ছিলেন পিটিআই নেতা আলি মুহাম্মদ খান।
ইমরান খানের সমর্থনে আলি সংসদে বলেন, ‘তার সরকার আত্মত্যাগ করেছে কিন্তু দাসত্ব মেনে নেয়নি।’
ইমরান খান আবারও সংসদে দাপটের সাথে ফিরবে উল্লেখ করেও আলি মুহাম্মদ খান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় ইমরান খান ফিরবেন, তিনি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবেন।’
তিনি আরও বলেন, ‘ইমরান খান মুসলিম ব্লক নিয়ে কথা বলে, এটা তার পাপ। ইমরান খান স্বাধীন পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন, এটা তার পাপ। রাশিয়া একটা অজুহাত, সবসময় আসল টার্গেট ছিল ইমরান খান।’
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল