নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে চলতি সপ্তাহেই ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসি।
আগামী শুক্রবার বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়ে আলোচনা হবে।
রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকেই ভারতকে চাপ দিয়ে আসছে যুক্তরাজ্য।
গত মাসে রাশিয়ার ওপর শক্ত নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা নিতে ভারত সফর করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। সাথে তিনি নিরাপত্তা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার বিষয়েও ভারতের সাথে আলোচনা করেন।
তবে এখনও ভারত রাশিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রেখেছে। সাথে জাতিসংঘেও রাশিয়ার বিপক্ষে আনা কোনও প্রস্তাবে ভোট দেয়নি মোদীর সরকার।
আগামী বৃহস্পতিবার ভারতের গুজরাটে যাবেন বরিস জনসন। সেখান থেকেই তিনি দিল্লিতে যাবেন। ২০২১ সালের জানুয়ারি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর করার কথা ছিল, তবে করোনার কারণে সেই সফর দুই দফা পিছিয়ে যায়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল