পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ প্রত্যাখান করায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে ফোন দিয়ে এ সংক্রান্ত প্রমাণ দেখতে তাকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি গত শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন’র সঙ্গে সাক্ষাৎকারে এ কথা জানান। শুক্রবার সাক্ষাৎকার দিলেও তা সম্প্রচারিত হয়েছে রবিবার।
এ সময় জেলেনস্কি বলেন, “আমি তার সঙ্গে কথা বলেছি। আমি শুধু বলেছি যে আমি তাকে বুঝতে চাই- এটি যুদ্ধ নয়। এটি গণহত্যা ছাড়া আর কিছুই নয়। সুযোগ পেলেই তাকে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসবেন এবং দেখবেন এবং আমি নিশ্চিত তিনি বিষয়টি বুঝতে পারবেন।”
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন ম্যাকরন ‘গণহত্যা’ পরিভাষাটি ব্যবহার করা থেকে দূরে সরে যাচ্ছেন, কারণ তিনি মনে করেন এটি রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
জেলেনস্কি এর আগে বলেছিলেন, ম্যাকরন এই শব্দটি ব্যবহার করতে অস্বীকার করা ‘আমাদের জন্য খুব বেদনাদায়ক’।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে গণহত্যা চালানোর অভিযোগ তুললেও তা প্রত্যাখান করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।
এ বিষয়ে তখন ফরাসি টেলিভিশন ‘ফ্রান্স-২’ এর সঙ্গে সাক্ষাৎকারে ম্যাকরন বলেন, “আমি আজ এই ধরনের পরিভাষার ব্যাপারে সতর্ক থাকব, কারণ এই দু’জন (রাশিয়া ও ইউক্রেন) পরস্পর ভাই ভাই।”
তিনি বলেন, “আমি যতটা সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পুনর্গঠন করতে চেষ্টা চালিয়ে যেতে চাই। এই পরিভাষা ব্যবহার করে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে আমি নিশ্চিত নই।” সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম