পাকিস্তান মুসলিগ লীগ-নওয়াজের শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফ কূটনৈতিক পাসপোর্ট পেতে যাচ্ছেন। এমন খবর চাউর হয়েছিল পাকিস্তানের গণমাধ্যমে। নওয়াজের পাসপোর্ট পাওয়া ঠেকাতে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন করেছিলেন এক আইনজীবী।
তবে এ বিষয়ে করা পিটিশনটি বাতিল করে দিয়েছে আদালত। বলা হয়েছে, এই পিটিশনের কোনও বাস্তব ভিত্তি নেই।
অ্যাডভোকেট নাঈম হায়দার পানজুথা একটি গণমাধ্যমের খবর জুড়ে দিয়ে পিটিশনটি করেছিলেন। যেখানে বলা হয়েছিল নওয়াজের জন্য কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করতে যাচ্ছে শাহবাজের সরকার।
পিটিশনকারী নাঈমের দাবি, নওয়াজ একজন আদালত অবমাননাকারী। তিনি পাকিস্তানের দুর্নীতি দমনের দায়িত্বে থাকা সংস্থা এনএবির মামলায় সাজাপ্রাপ্ত। তাই নওয়াজকে কূটনৈতিক পাসপোর্ট দেওয়া আইনের লঙ্ঘন। এটা বিচার ব্যবস্থার সাথে রসিকতা করার শামিল। একজন অপরাধীকে কূটনৈতিক পাসপোর্ট দিলে পুরো জাতিকেই অসম্মান করা হবে।
আদালত বলেছে, ওই আইনজীবী কোন মূল্যবান-গুরুত্বপূর্ণ প্রমাণ হাজির করতে পারেনি। তিনি প্রাসঙ্গিক কোনও কাগজপত্রও হাজির করতে পারেনি। আদালত কেবল একটা গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত দিতে পারে না।
এই ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের পিটিশনকারীকে প্রধান বিচারপতি ৫০০০ রুপি জরিমানাও করেছেন।
এর আগে নওয়াজের দল জানিয়েছিল চলতি রমজান শেষে ঈদের পরই যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরতে পারেন তিনি।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল