ইউক্রেন ও রাশিয়া টানা দ্বিতীয় দিনের মতো যুদ্ধ-বিধ্বস্ত এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর চালু করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এই তথ্য জানিয়েছেন। খবর গার্ডিয়ানের।
উপ-প্রধানমন্ত্রী ভেরেশচুক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, নিরাপত্তার কারণে আজ মানবিক করিডোর না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
মেয়র আন্দ্রি সাদোভিই বলেছেন, সকালে শহরে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে একজন শিশুসহ ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল