ক্ষমতা হারানোর পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতকেই তুলেছিলেন কাঠগড়ায়। তিনি বিচার ব্যবস্থার কাছে জানতে চেয়েছিলেন, কেন মাঝরাতে তাকে হটাতে আদালত খুলতে হয়েছিল?
জনসভায় ইমরানের এমন প্রশ্নকে ভালোভাবে নেননি পাকিস্তানের প্রধান বিচারপতি উমার আতা বান্দিয়াল। তিনি আজ সোমবার বলেছেন, ‘আদালতের সিদ্ধান্ত যদি ১০ থেকে ১৫০০০ মানুষের সামনে সমালোচিত হবে, তবে কেন রাজনৈতিক বিষয় আদালতকে মিটমাট করতে হচ্ছে?’
অনাস্থা ভোট নিয়ে গড়িমসি করায় ৯ এপ্রিল শিডিউল ছাড়াই খোলা ছিল আদালত। তাই ইমরান খান বলেছিলেন, ‘আমার প্রিয় বিচারক, বিচার ব্যবস্থা, আমি জেল খেটেছি কেবল আপনাদের স্বাধীনতার জন্য। কারণ, আমি স্বপ্ন দেখতাম বিচার ব্যবস্থা একসময় ক্ষমতাবান নয় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে।’
এরপর তিনি বলেন, ‘আমি আপনার (আদালত) কাছে জানতে চাই, আমি আসলে কী অপরাধ করেছিলাম যে মধ্যরাতে আদালত খুলতে হয়েছে।’
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল