পূর্ব ইউক্রেনে রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ সংঘটিত হচ্ছে। উভয় দেশের কর্মকর্তারা এই তথ্য স্বীকার করেছেন। খবর সিএনএনের।
ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসক পাভলো কিরিলেঙ্কো বলেছেন, ক্রামাতরস্ক অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষ আটটি বেসামরিক এবং শিক্ষা অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সারারাত ধরে সমগ্র ফ্রন্ট লাইনে গোলাবর্ষণ থামেনি উল্লেখ করে তিনি বলেন, তবে গোলবর্ষণ সত্ত্বেও অঞ্চলটির মারিঙ্কা, আভদিভকা এবং ওচেরতিন শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। বেসামরিক নাগরিক হতাহত না হলেও ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত বাড়িগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এছাড়া প্রতিবেশী লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী মর্টার, গোলা বর্ষণ এবং রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। গোলার আঘাতে ২৯টি স্থাপনায় বিদ্যুৎ সংযোগ এবং ৩৮টিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত ২৬ মার্চ রাশিয়ার সেনাবাহিনীর এক নম্বর উপ প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা সমাপ্তির ঘোষণা দিয়ে বলেছিলেন, তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন।
বিডিপ্রতিদিন/কবিরুল