ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় গেল মার্চ মাসে রাশিয়ার ১০ কূটনৈতিককে বহিষ্কার করেছিল বুলগেরিয়া। তার পাল্টা ব্যবস্থা হিসেবে এবার কয়েকজন বুলগেরিয়ান কূটনৈতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
রাশিয়া জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই বুলগেরিয়ার বিরুদ্ধে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে ঠিক কতজন কূটনীতিককে বহিষ্কার করা হবে সংক্ষিপ্ত বিবৃতিতে তা জানায়নি রাশিয়া।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রাশিয়া। জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানের পর এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৫০ লাখের বেশি মানুষ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল