২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্জীবিত না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরান। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একের অধিক ইস্যু ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত সপ্তাহে ওয়াশিংটন থেকে ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়কের মাধ্যমে বার্তা পাঠানো হয়। ওয়াশিংটন সমাধান দিতে পারেনি যার মাধ্যমে চুক্তি পুনরুদ্ধার হতে পারে।
২০২১ সালের এপ্রিল থেকে ইরান পাঁচ বিশ্ব শক্তির সঙ্গে ( যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া) করা পরমাণু চুক্তি ২০১৫ (জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন নামে পরিচিত) পুনর্জীবিত করার জন্য আলোচনায় যুক্ত হয়। কিন্তু এখন পর্যন্ত দেশগুলো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার সমন্বয়ক ছিলেন ইউরোপীয় ইউনিয়নের মোরা। গতমাসে তিনি তেহরান সফর করেন ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য। সেখান থেকে তিনি ওয়াশিংটনে যান। ওই সময় মোরা বলেছিলেন, আলোচনায় দুই পক্ষের মধ্যে থাকা পার্থক্য নিরসন হবে। সূত্র: আরব নিউজ
বিডিপ্রতিদিন/কবিরুল